মেঠো পথ ধরে,
বহু দিন পরে,
একা চলি হেঁটে,
মৃদু স্নিগ্ধ বায়ু,
ফিরে যেন আয়ু,
গরু চলে মাঠে।
আলোর সোনালী,
দুলে ফুল গুলি,
মৌমাছি আহ্বান।
ডালে ডালে পাখি,
জুড়ায় মোর আঁখি,
ভরে ওঠে তান।
সোনার ফসলে,
হৃদয় জুড়ালে,
চাষী ভাই খুশি,
আমের মুকুলে,
প্রকৃতির কোলে,
বসন্তের হাসি।
আঙিনাতে চাঁপা,
বাস নাই মাপা,
সব মুখরিত।
প্রকৃতির খেলা,
বোঝা দায় মেলা,
চমকিত তত।