সবুজ শ্যামলে ঘেরা
আমাদের এ গ্রাম,
যেখানে কৃষক করে
একই সাথে কাম।


এখানে মাঠে ফলে
সোনালী ধান,
সে সব দেখে ভরে যায়
সবার মন ও প্রাণ।


যখন বাড়িতে আসে
সোনালী ফসল,
তখন কৃষকের হয়
কষ্ট উসল।


যখন রাখাল মাঠে
গরু নিয়ে যায়,
তখন সে নানা  সুরে
কত গান গায়।


মোদের গাঁয়ে আছে
নানা রকম পাখি,
সকালে সেথায় তারা
করে ডাকাডাকি।


মোদের গ্রামের সম
নেই আর কিছু,
যা আছে ধরণীতে
তার কাছে নিচু।