মেঠো রং তার শালীনতা ছেড়েছে
আমাদের পায়জামার মতো


পরানের  সুখ গলায় উঠে আসে
আমাদের রাহু কাল মঞ্চে ভাষণ দেবে


তর্জনীকে দুমড়ে রেখে বুড়ো আঙুল যেই উঠে দাঁড়াবে
অমনি শরীরে ঠান্ডা রক্তের স্রোত
আর বাকিটা কাল নিজে পরখ করে দেখে নেবেন...