আমার ছিলো এক ধরণের মাথা,
আমার ছিলো দুই ধরণের মুখ।
দুইটি মুখের একটি পরিত্রাতা,
অন্যটিতে অভদ্র, উজবুক।


আমার ছিলো তিন ধরণের ভয়,
আমার ছিলো চার ধরণের ছুতো।
চার থেকে তিন বাদ দিলে এক হয়,
শেষেরটি তাই জিততো খুবই দ্রুত।


আমার ছিলো পাঁচ ধরণের প্রেম,
যুক্তি মেনে ছয় ধরণের রসে,
ই-এফ্-জি-এইচ্-আই-জে-কে-এল্-এম্,,,
যে যুক্তিতে ক্রমাণ্বয়ে বসে।


আমার ছিলো সাত ধরণের স্বভাব,
সঙ্গে ছিলো আট ধরণের দোষ।
এ ছিলো এর বেগম, এ ওর নবাব,
এক্সট্রা হলেও ছিলো না আফশোস,,,


আমার ছিলো নয় ধরণের আমি,
স্রেফ ছিলো না দশ ধরণের মন।
শূন্য হলো সবচেয়ে বেশী দামি,,
ওটাই আমি খুঁজছি এতক্ষণ..!!