এই শহর হত্যার শহর,
এই শহর আঘাতের,
এই শহর না বর্তমানের,
না কোন অতীতের


তাই আমি গৃহত্যাগী জংলা জোছনা খুঁজি
এমন একটা গৃহত্যাগী জংলা জোছনা
যে জোছনায় ক্রোশের পর ক্রোশ
ক্রোধের মাত্রা কমিয়ে যাত্রা হবে,
হাতের পরে হাত রেখে হাটবো দুজন;
দ্বি-পাক্ষিক কোন চুক্তি হবে না
খুঁজবো না কোন মিত্রাক্ষর ছন্দ
যাহা তাহাই স্বর্গীয় হবে;
মুহুর্তগুলো যাবে কেটে, অসম্ভব বেহিসেবে


আমার শুধু একটা গৃহত্যাগী জংলা জোছনার অপেক্ষা
আমৃত্যু কাটুক এভাবে, জোছনার অভাবে...