এখনো এই শহরে ভালবাসা আসে নেমে,
কাঠ পাথরের আবরণ ভেঙ্গে এখনো প্রেম খুঁজে নেয়
যুবক হৃদয়;
এ্খনো এই শহরে বৃষ্টি নামে,
নিঃসঙ্গ বারান্দায়- ভেজা সে আবেগ গালে
মেখে
স্মৃতি হাতড়ায় নব্য সাবালিকা;
এখনো এই শহরে ঠোঁটে ঠোঁটে কথা হয়,
জোছনায় স্নান সেরে নেয়- মাঝরাতে তারা
গোনা
মাঝবয়েসী দম্পতি;
এখনো এই শহরে বেঁচে আছে কবিতারা,
গীটারের ভুল কর্ডে স্বপ্ন বাঁধে সে কবিতায়-
স্বপ্নভূক কিশোর;
এখনো এই শহরে- হাসি আছে, গান আছে,
আছে বেঁচে থাকার প্রয়োজন,
এখনো এই শহরে- আকাশের সব নীল আছে,
আছে সুখী হওয়ার আয়োজন;
এই শহরে স্বপ্ন আছে, গল্প আছে
একলা রাতের শেষ প্রহরে- খুব গোপনে,
এই শহরেও লুকোনো কিছু কান্না আছে;
ইট-পাথর আর রোবট ছাড়াও-
খুব একাকী- এই শহরে আজও কিছু মানুষ আছে…