হনুমানের লেজ দেখেছ
তেমনি আমার হাত
তুলবো খুঁড়ে যতই ফাঁকে
চালাও অপরাধ
সবটা বুঝি আমি তোমার
বিন্দু থেকে বাল
তাই কোরোনা আমার চোখে
ঝাঁপিয়ে যাওয়ার চাল।


ভাগ্য ভালো মানুষ আমি
একটু সহ্যবান
অভ্যেসেতেই চাপা থাকি
অলস অবস্থান
তাইতো তুমি মাথায় চড়ে
চালাও রাবণ খেল
রক্ত চুষে গিলছো ভালো
জমাও পেটে তেল।।


**
কবিদল, একটা উপযোগী নাম দেবেন।