শুকনো সাদা মেঘের ভেলায়
ছুটছে দখিন হাওয়ার ঠেলায়
দাওয়ায় আমি হাপিত্যেস
আশায় বসে রই
বৃষ্টি তুমি কই?


শুকছে মাটি ধুঁকছে চারা
হচ্ছে চাষি দিশেহারা
বপন রোপণ সবেই পড়ে
পাকাধানে মই
বৃষ্টি তুমি কই?


ঝরছে গায়ে ঝরনা মামা
ভিজছে আঁটা কাপড় জামা
ক্লান্ত পথিক শান্তি খোঁজে
চাকছে শীতল দই
বৃষ্টি তুমি কই?


ঘড়ির কাঁটা বারোয় গেলে
ঘণ্টা দেড়েক পুকুর জলে
আরাম করে ডুবিয়ে গলায়
গল্পে মেতে রই
বৃষ্টি তুমি কই?


বাঁউকি নিয়ে মাইল ছুটে
আনছে জলে গঙ্গা লুঠে
চেষ্টা চালায় ভোলার মাথা
ঠাণ্ডা হওয়া চাই
বৃষ্টি তুমি কই?


কুকুর খালে সাঁতার কাটে
ঘোমটা মাথায় মেমে হাঁটে
বুড়ো পুরুত তোমার খোঁজে
ঘাঁটছে পাঁজি বই
বৃষ্টি তুমি কই??