হাত বাড়াও পণ্যের ন্যায় ব্যবহারে
মনুষ্যত্ব একটুও নেই অন্তরে?
মাংসাশীতে হারাও তুমি হিংস্রকে
হৃদয়টারে রাখলে কোথায় বন্ধকে
উত্তেজনায় এমন তুমি যোদ্ধাবীর
মানবতার শিকার করো উঁচিয়ে শির
জীবানুতে ভরছে সারা সমাজ আজ
রন্ধ্রে রন্ধ্রে মত্ত পিশাচ দিচ্ছে নাচ
হাওয়ার বেগে ছড়ছে মহান সভ্যতায়
মোমবাতিতে দুঃখ দানের শূন্যতায়
কৃষ্ণকেশব লুকিয়ে কোনো গর্ততে
মিলবে, তবে ভেকধারীদের শর্ততে!
চাপের মুখে ভীষ্ম আজও নীরব ধী
প্রতারণারর শিকার হাজার দ্রৌপদী
চললে এমন মহাভারত অদূর নয়
সৎ বা অসৎ কারো পানে রেহাই নয়।।


কেমন আইন করেছ ও শিক্ষিত
ন্যয়ের ঘরে গল্প গড়ে মন মতো
ভরা সভায় বয়ান নিয়ে রক্ষকে
দেখায় আমি কেমন মহান কক্ষকে
এরচেয়ে তো ভালো ছিলাম একবারে
এখন আমি হচ্ছি প্রতি পদ পরে
আপিল জামিন কতকিছুর অন্তরে
অত্যাচারী হুমকি চালায় ফোন করে
একোর্ট ওকোর্ট চলছে কেসে টগবগে
মাংস ভাতে গিলছে দানব রগরগে
বছর বছর লড়াই জারি বুক ঠুকে
নির্যাতিতা ডাইনি সাজে মুখ লুকে
ধারায় ধারায় কাগজ কলম হিসাবটায়
দশটি বছর সিক্ত চোখে অপেক্ষায়
তারপরেও তথ্যপ্রমাণ ঘাটতি ঠায়
নরপিশাচ সসম্মানে মুক্তি পায়।।


সাজা আছে এটা যেমন সত্যি ভাই
সাজাটুকু দেওয়ার মতো শক্তি নাই।।।