গিন্নী আমার গরম ভারী
কথায় ওঠে ঝাঁঝিয়ে তাড়ি
ওতে আমি চুপ হয়ে যাই
ঝুঁকিটা সামলে এড়াই
যত হোক আঁধার কালো
সিগনাল মানাই ভালো।


চৈত্রের গন্ধ এলে
দিন ছোটে কাপড় সেলে
আমি ভাই মুটে মজুর
খাড়া রই আট গজ দূর
হাতে চার থলে সাজা
বাধ্য তবু হাসতে চাচা।


সিরিয়ালে আঁচুপাঁচু
বুঝি না গল্প কিছু
দি যদি খবর ঘুরে
গোল চোখে তাকায় ফিরে
উঠে পড়ার ঘরে বসি
ভুলভাল পদ্য কষি।।