আড়াআড়ি চেয়ে দেখি   গোমরানো মামনি
পলক পড়ে না চোখে    ভয়ানক চাহুনি
ধীরেধীরে চেপে চেপে   পাসে যাই সাঁটিয়ে
দিল খুব কড়া হাতে      গাল পরে ঠাঁটিয়ে
হাঁ করে বাস ভরে        দেখে সব তাকিয়ে
চোখে জল নেমে আসে  নাক হতে বাঁকিয়ে
ফের দেখি চামচিকে      হাঁটে দই মোড়েতে
পাসে গেলে জুতো খুলে  খাবি এই ভিড়েতে
এরপর দেখা হয়           মৈনাক হলতে
কই আগে মেরে নাও      আছে কিছু বলতে
সেই যে বলেছি বাবু       এত কাল পার হয়
চড় ঘুসি লাথি কিল        কভু নাহি ছাড় হয়।।