হব যদি শান্ত ছেলে
তবে মাগো ফেলে সবাই বোকার দলে
এ খোকা চলবে নাকো সমাজ কোলে
পারবে কি এগিয়ে যেতে আপন বলে!


        চায় যদি সৎ হতে মন
লোকে কয় নয়তো ইহা শুভ লক্ষণ
উপদেশ কষ্ট সদাই সাথী আমরণ
কেউবা তকমা লাগায় কাল-বিভীষন।


        হও যদি ভাবুক অতি
ফেলে তোরে চলেই যাবে সমাজ গতি
অবজ্ঞা অলস কুঁড়ে দেয় উপাধি
মুছে ফেল মাথায় ভরা কল্প মতি।


         রও যদি ভদ্র হয়ে
লজ্জা যে বাঁধবে তোরে কারার বাঁয়ে
ইচ্ছারে দাও বলিদান মানের ভয়ে
একাকী জীবন এগোয় স্বপ্ন সয়ে।।।