রিক্সা চালায় ক্যাবলাকান্ত কয়েনের দায়ে জেরবার
সবাই ধরায় দুই পাঁচ দশে  পথ নেই মুখ ফেরবার
যদি রেগে কয় নেবোনা খুচরো যাত্রীর সুর সপ্তম
আইনের ভয় বাবুরা দেখায় ক্যাবলা শান্ত বোষ্টম
সরকার কোন নোটিশ দিয়েছে কয়েন বলছো বন্ধ
পুলিশের লাঠি খাবে বাছাধন লুঙ্গি করবে গন্ধ
হাঁটু শিক্ষার মেটে কুঁয়ো ব্যাঙ কত কি জানছে হালিতে
আইনের গেরো আরবিআই এর ধমকি অলিতে গলিতে
বাজারের ব্যাগ খালি আসে যায় পকেটে খুচরো পয়সা
মুদি মতিহার সবার শাসন নোটেতেই হবে ব্যবসা
কেউ বলে শয়ে কুড়ি টাকা নেব নগদ মিললে অদ্য
মহাজন বলে বাকি টাকা দিবি কড়কড়ে নোটে সদ্য
গিন্নি চেঁচায় কাপড় দোকানে খুচরো চলে না মোটেও
সংসারে জ্বলে অশান্তি শিখা সারাদিন গাড়ি ছুটেও
শেষমেষ ক্যাবা জমা রাখা টাকা সমিতিতে দেবে ভাবছে
বড় তনয়ায় আর কিছু দিনে বিয়ের বয়সে চাপছে
ধান্দার কালে নামতি বিকেলে ঘন্টা দাঁড়ায় লাইনে
ক্যাশিয়ার বলে শোনো দাদাভাই বিনিময় রদ কয়েনে
মরুভূমি কোলে পানি খুঁজে ফেরে মিচমিচে নিভু টর্চে
রিক্সা গিয়েছে দলিল গিয়েছে জমি বাড়ি বাঁধা কর্জে
সুদ বেড়ে চলে মহাজন ছলে অছিলে সর্বস্বান্ত
স্টেশনের পরে মুটেগিরি করে স্বাধীন ক্যাবলাকান্ত।।