নতুন করে স্বাধীন হবে দেশ
স্বৈরাচারীর স্বপ্ন করে শেষ
ঘুম কাটিয়ে জাগবে মানুষ ফের
মিটিয়ে দেবে মানুষ প্রতি দ্বেষ।।


বুঝবে যখন গান্ধী ওরা নয়
ন্যায়ের পথে চলতে ভারী ভয়
অর্থ লাগি স্বার্থতে উন্মাদ
লক্ষ্য শুধুই গদির পরে জয়।।


সাদায় মুড়ে নিপুণ চোরা দল
সংসদেতে দেখায় আপন বল
কদর বুঝে দরের নির্ধারণ
ঝান্ডাতে রোজ হচ্ছে রংবদল।।


বীরের দেশে আজতো ওরা বীর
নাইবা ঘাড়ে ভগত ক্ষুদির শির
দাঙ্গা জেরে রক্তনদীর ফল
জেতায় কারে, কৃষ্ণ নাকি পীর।।


নেতায় খেলে হিন্দু মুসলমান
নায়ক মুখে কাহার বেশী মান
মিথ্যে তব লড়াই সুভাষ বোস
জাতের জেরে সুলভ আজি জান।।


প্রচার লোভে ভেলকিবাজি খাস
মঞ্চে নেতার কোলে ভুঁড়ির বাস
অনশনের চরম অপমান
লজ্জা ভীষণ পাচ্ছে যতীন দাস।।


বুঝছে কেবা সমাচারের কাজ
ছাপার ঘরে চলছে গোলামরাজ
বিজ্ঞাপনের আড়ে দেশের কাল
রেপের ছবি প্রথম পাতায় আজ।।


মিটিয়ে সকল অন্ধ ভেদাভেদ
নতুন করে স্বাধীন দেশের জেদ
জন্ম নেবে আবার মোহন দাস
আমরা যদি একটু জাগাই চেত।।