বাজারেতে ইয়াবড়ো শোল মাছ উঠেছে
তাই দেখে বটুদার জিভে জল ছুটেছে
ট্যাঁকটা যে ঝনঝনে যদিও বা জানা তার
তবুও সাহসে করে দরাদরি বিস্তর
ব্যাপারীতে দাম হাঁকে পুরোপুরি সাতশো
বটুদার পকেটেতে সব মোট একশো
বলে দাদা একশোতে হবে নাকি লেজটা
কেনরে সময় খাস জ্বালাস সকালটা
খালের পছিমে কুঁচো চিংড়ির বাচ্চা
জাল নিয়ে কাল এসে যত খুশী ধর যা
আসুন হে ঘোষবাবু কতখানি লাগবে
আর কেন কাটবি পুরোটাই দিয়ে দে
সাতশো নগদ দিয়ে চলে গেল বিনু ঘোষ
দাদার মেজাজ যায় মনে নাই সন্তোষ
পিছু পিছু গিয়ে সাথে খুড়ো বলে লেগে যায়
কত কিছু আলোচনা যেন মহা বড় ভাই
শেষমেশ বাড়ি গেট পৌঁছাল ঘোষ যে
একবার খেতে তবু ডাকলো না দাদাকে
শিরেতে আগুন জ্বলে অবসাদ বক্ষে
কায়দাটা চলল না আজ কোনো পক্ষে।।