মনের কথা বলার আছে সঙ্গী তোকে
সূর্য আলো চালায় উঁকি ডালের ফাঁকে
শিরীষ পাতা মাথায় তবু উঁচিয়ে রাখে
অল্প বাদে সাঁজের ছায়া ঘনিয়ে থাকে,


কালকে ভাবি বলবো যেটা বলার আছে
নিত্য জ্বালা চিবোয় বুকে কুণ্ঠা সেজে
রাতের বেলা আসেনা ঘুম স্বপ্ন খোঁজে
সকাল হলে মনের কথা কেইবা বোঝে,


গোলাপ হাতে দাঁড়িয়ে থাকি পথের গায়ে
বৃষ্টি ভেজা শুকনো কাঠে হেলান দিয়ে
চারটি টিয়ে ঝগড়া করে খেতের বাঁয়ে
মাসটি গেলো এমন করে দৃশ্য সয়ে।।