ইতিহাস ক্লাস নেয় তারাচাঁদ পোদ্দার
মানুষতো নই যেন,গাধাদের দেয় মার
টেবিলেতে রাখে চার লিকলিকে কঞ্চি
সারি করে দেয় পিঠে নাই ছাড়ে ইঞ্চি
গলায় বাঘের স্বর শুনলেই চমকাই
জ্বর কাশি ব্যামো হোক,সবে তার পড়া চাই
যদি কও অসুবিধা দুইগুণ উত্তম
সামনে বসলে পরে গা করে ছমছম
রোজ এসে পড়া ধরে চুরি গেছে নিস্তার
বাবরের বাবা কাকা কোথা খুঁজি বারবার
যদি আসো নাই পড়ে বসো শেষ বেঞ্চে
এই আসে এই আসে ধকপক বুকযে
পৌষের ঠাণ্ডায় ঘাম ঝরে ঝরঝর
জিভ শুকে শালকাঠ পা কাঁপে থরথর।।