ফয়সাল


সেদিনের সেই দিপ্রহরের বিদায়বেলায়
তোমার আকুল নয়নে চেয়েদেখা,
রোদ্রদীপ্তদিনে , পিচঢালা পথে...
তোমার হেটেচলা ।।
তখন একমুঠো রোদ হতে চেয়েছিলাম...।
  
প্রবল বর্ষায় ঝাপসা তোমায়
একটু চেয়েদেখা।
বৃষ্টিমিশ্রিত মৃদু বাতাস যেন ইচ্চেকরেই
তোমার কোমল শরীরে স্পর্শকরেই
ভিজিয়ে দিল আলতো করে।
সে স্পর্শে তুমি শিহরিত
দুহাত তুলে আকাশপানে চেয়েদেখা মুহূর্ত...।
দেখে মনে হই যেন
শতবর্ষের বন্দিদশা থেকে,
তুমি আজ মুক্ত...।।


যত দুঃখ কষ্ট গ্লানি
বুকের মধ্যে জমেথাকা সেই ঘলাটেদিনের
দুঃসহ বেদনার সবটুকু...
সবটুকুই দিলে জলাঞ্জলি...।।
তখন একমুঠো জ্বল হতে চেয়েছিল......।।


তোমার বৃষ্টিবিলাস...
আর আমার আক্ষেপমিশ্রিত দীর্ঘশ্বাস
কিভাবে যাই বলো......।।
তোমার কাছে যেতেপারিনি...।।
একসাথে হয়নি বৃষ্টিস্নান.........।।