- Md.Faisal Ahmed


ফয়সাল


প্রথম দেখায় পরিচিত অনুনয়
তারপর পরিচয়...
শুরুতে বন্ধুত্তের হাতচানি...
অতঃপর পরিনয়...।


শুরু হয় পরিনতির পথে যাত্রা  
তার নরম কোমল হাতে হতারাখা
মাঝে মাঝে ছলছল চোখের দৃষ্টিস্নান
উষ্ণ আনন্দ আর অজানায় পদার্পণ...।।


মন জেন আজ পাগলপ্রায়
অজানা কিছু অনুভূতির অভিপ্রায়
অতঃপর আরও কাছেআ...।।


মন যেন আজ খেয়ালী
করছে শুধু ভালবাসার হেয়ালি
ভাবছে শুধু মনেম...।।


ভালবাসি শুধু তোমায়
এবং তোমার চুল
ভালবাসি নীল জোছনা...
এবং কিছু ভুল.....।


আর ভালবাসি তোমার
লাজুক চেয়েদেখা।।
ভীরু দুটি চোখের মাঝে...
কি যেন এক ভাসা...।


ভালবাসি সবই তোমার বলার নেইতো ভাষা
যত্ন করে রেখো তোমায়
এটাই করি প্রত্যাশা...।


ভালবাসো যদি আমায়
বলছি বারেবার...
তোমার ঠোঁটের মিষ্টিছোঁয়া
দিও উপহার...।


মনে শঙ্কা প্রাণে ডঙ্কা
অনেক চাওয়া পাওয়া
তোমার মাঝে হারিয়ে গিয়েও
নিজেকে খুজে পাওয়া...।


তোমার চোখে চোখ রেখে
ব্যকুল হল মন
অজানা এক সুখ দিলে
করে উষ্ণ আলিঙ্গ...।
দিলে কিছু তবু চাই আরও
তৃপ্ত হয়না মন...।


প্রানের মায়াই দুটি প্রান যেন
মিশে গেল এক সাথে
তবু যেন এক অপূর্ণতা
দু চোখের কোণে ভাসে...।


সুদৃঢ় হল দুটি প্রানের
মধুর এ স্পন্দন
কিছু অপূর্ণতা পূর্ণ করে
সত্যিকারের ভালবাসার বন্ধন.........।।