ঈদের দিনে সবার ঘরে ঈদের খুশি ভাই,
হিংসা-বিদ্বেষ হানাহানি যেন ভুলে যাই।

সরল মনে চলতে হবে সবাই আপনজন,
অন্তরেতে জাগাতে হবে ভ্রাতৃত্বের বন্ধন।

পিতা মাতা ভাই-বোন আত্মীয়-স্বজন,
ঈদের খুশিতে মেতে উঠবে, প্রত্যেকেরই মন।

সবার প্রতি শ্রদ্ধাবোধ আর থাকবে ভালোবাসা,
সুখের জীবন গড়তে হবে এটাই তো প্রত্যাশা।

একে অন্যের মঙ্গল দেখলে হতে হবে খুশি,
মনের জিদে ভালো মানুষকে করবো নাকো দোষী।

নির্দোষীকে দোষী করে যদি  খেল ভবের খেলা,  
একদিন খেলা বন্ধ হবে, ফুরিয়ে যাবে বেলা।

অপকর্মের অনুশোচনা তাকে করতেই হবে ভবে,
তার কষ্টের পরিণতি সমাজে, দেখবে তখন সবে।

ক্ষণস্থায়ী জীবনের কথা সকলকে রাখতে হবে মনে,
ভাবতে হবে জীবন প্রদীপ, নিভে যাচ্ছে  ক্ষণে ক্ষণে।
                        --সমাপ্ত--
  (রচনাকাল-০৫/০৬/২০১৯)