মনের মধ্যে সার্বক্ষণিক যদি থাকে প্রেরণা,
ঘুণেধরা বাঁশের ন্যায় মনটা তোমার ঝরবে না।


মনের মধ্যে হরেক চিন্তায় শরীরে আসে ক্লান্তি,
শুভ চিন্তায় আসে প্রাণময়তা দূর করে ভ্রান্তি।


ইচ্ছাশক্তি মুহূর্তের মধ্যে অনুভূতি করে চাঙ্গা,
অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্যে মনকে করে রাঙ্গা।


তোমার মধ্যে যতই দুঃখ মনকে দিচ্ছে ভেঙ্গে,
সংগ্রাম করবে তারই সাথে সাহস নিয়ে সঙ্গে।


বিবেকের তারণা উপযুক্ত পথে চলতে যদি বলে,
ঘটনাচক্রে সকল বিষাদ নিমিষে যাবে চলে ।


অসহায়ত্ব বোধ মনের মধ্যে যখন বাসা বাঁধে,
চৈতন্যবোধ হারিয়ে মন নিরবে শুধু কাঁদে।


কাঁদবে কেন খোদা তোমায় দিয়েছেন দুটি হাত,
সৎ উদ্দেশ্যে পরিশ্রম করলে উদরে জুটবে ভাত।


যথার্থ চিন্তা-চেতনাকে লাগাতে পারলে কাজে,
জীবন তোমার প্রস্ফুটিত হবে নব রঙ্গিন সাজে।


কর্ম খোঁজ নতুন করে, স্বপ্ন দেখো অনেক বড়,
জীবন যুদ্ধে এগিয়ে যেতে শক্ত করে হাল ধর।


প্রেরণা নিয়ে এগিয়ে চলো সকল বাধা ছিন্ন করে,
ব্যর্থ হবে না সফলতা একদিন আসবে তোমার দ্বারে।


                           --- সমাপ্ত ---
   (রচনাকালঃ-২৮/০৯/২০১৯)