উপযুক্ত স্থানে বৃক্ষরোপণে বিশাল হয় গাছ,
পুকুরের চেয়ে দ্রুত বাড়ে হাওর বিলের মাছ।


শিশুর বেলায় জ্ঞানার্জন ও বিকাশ যে বা চান,
সঠিক ভাবে কর্তব্যকাজে রাখবেন অবদান।


জন্মের পর শিশু যখন তাকায় মায়ের দিকে,
মায়ের মুখের মুখ ভঙ্গিতে তখন থেকেই শিখে।


অক্ষর বিহীন শিক্ষা শুরু মায়ের পাঠশালাতে,
মানসিক বিকাশে প্রথম ধাপ, শিখান মা দিন রাতে।


নাড়ি ছেঁড়া ধন বিবশ রতন পর্যায়ক্রমে হাঁটে,
মায়ের চালচলন কথাবার্তা হৃদয়ে দাগ কাটে।


কাছের বন্ধু মা যা করেন তার পানেই ছুটে,
অবাঞ্চিত কোন কর্ম যেন না আসে দৃশ্যপটে।


মায়ের যদি ইচ্ছায় থাকে সুসন্তানের আশা,
উঠতে-বসতে শিখাবেন তিনি সাবলীল ভাষা।


প্রতিষ্ঠানে যাবার আগে শিখবে অনেক কিছু,
জ্ঞানার্জনের প্রতিযোগিতায় থাকবে না সে পিছু।


মায়ের কাছে পাঠশালা হবে নিজের বসতঘর,
শিশুর বিকাশে জননীই হবেন শ্রেষ্ঠ কারিগর।


                         --- সমাপ্ত ---
    (রচনাকালঃ-২৯/০৮/২০২০)