দুরন্ত  শিশু ,ফুটন্ত হাসি
চঞ্চল মন , ফুটন্ত ফুল ৷
ছন ছন দেহ , গুন্জন কলি ৷
মুগ্ধ  হাসি , মুগ্ধ আমি !
ভরে যায় মন  , দেখলে মুখ ৷


ছল ছল ! জল ধর ধর !
ঠান্ডা ঠান্ডা বলে  ! মা ডাকে শত বার ৷
খোকা খোকা বলে , বারন করে হাজার বার !
চেচাঁমেচি মা অসুখের ভয়ে ৷
বিমহিত মন , হতাশা  কাতর !
এমো ছাপ দিয়ে , ওমে ঝাপ দিয়ে ৷
ছুটে মন , মাঠের কাছে  ৷
ঘরে ফিরে মন , করে শত বায়না ৷
শান্তনার  বাক্য , পাঠ করে বাবা ৷
দিমু কিনে তোমারে ,যা মন চায় মনে ৷
থাম ! থাম ! বাবা
আর কাদিস না এত বার ৷
আবদার পেয়ে ,  যত খুশি তার মনে ৷


হি হি  হেসে দুষ্টামি  হিয়ার মাঝে
টৈ টৈ করে সারাদিন ভর ৷
হৈ হৈ এলো এবার  ঘরে !
  রাগান্বিত স্বরে , মা শাসন করে
ফেপে ফেপে কেদেঁ কত রাগ ধরে !
অনুণয় কলি  , ভোজন করায় ছলে ৷
তাদের এই ভীরে ! ফুড় ফুড়ে  ঘরে ৷
খল খল হাসি , কল কল ধ্বনি ৷
অম্লান থাকুক , এই পৃথিবী জুড়ে ৷