কেউ যদি বলে , তুমি কার পক্ষে ?
আমি বলব আমি স্বাধীনতার পক্ষে ৷
কেউ যদি  বলে , তুমি কিসের বিপক্ষে ?
আমি বলব আমি দেশদ্রোহিতা ও দেশের শত্রুর বিপক্ষে ৷
কেউ যদি বলে , তুমি কার অধীনে ?
আমি বলব আমি সৃষ্টার অধীনে ৷
কেউ যদি বলে , তুমি কোন নীতির প্রতি নির্ভরশীল ?
আমি বলব  শিক্ষানীতির প্রতি আমি  নির্ভরশীল ৷
কেউ যদি বলে , তুমি কোন বন্ধনে আবদ্ধ ?
আমি বলব , আমি ভালভাসার বন্ধনে বদ্ধ ৷
কেউ যদি বলে , তুমি কোন  কাল কে    বেছে নিচ্ছো ?
আমি বলব  আমি মহাকালকে বেছে নিয়েছি ৷
কেউ যদি বলে , আপনি কিসের জয় গান গাও ?
আমি বলি নজরুলের  মত আমি যৌবনের জয় গান গাই ৷
কে বলেছে আপনাকে প্রশ্ন করতে ! কে বলেছে উত্তর দিতে !
আমি বলছি স্বাধীনতা বলেছে প্রশ্ন করতে , স্বাধীনতা দিয়েছে উত্তর দিতে !
আমি  যদি আপনাকে  বধ করি ৷
আমি যদি আপনার  কন্ঠ রোধ করি ৷
অথবা আরও কঠোর করি ৷
আমি বলি  ' আমি এই পরধীনতাকে  মানিনা ৷
আমি বলি , এই স্বৈরাশাসন আইন রাখিনা ৷
আপনি এত ক্ষীপ্ত কেন ?
সঠিক কাজে আপনি বাধা দিচ্ছেন কেন ?
আপনি কিসের পক্ষ নিয়েছেন ?
আমি আমার মাতৃভূমির মানবের পক্ষ নিয়েছি ৷