আমার স্বচ্ছ দেশে দিলো কারা কালো ধোঁয়া  ৷
আমার এই রঙ্গিন দেশে আনলো কারা ধূপ ছায়ায় ৷
আমার এই রাজার দেশে কারা চায় বঙ্গ ধোলাই ৷
আমার শান্ত দেশে করল কারা রক্তের ঢালাই ৷
আমরা  তো ছিলাম বাবা মায়ের ভাল দোয়ায় ৷
স্বপ্নের দেশে আমরা তো ছিলাম সুখের গুহায় ৷
হঠাৎ করে কেন বললো মোদের মায়ের বর্ন ছারতে  ৷
আমরা কি  পারি মুখের  ভাষা ছেরে থাকতে ৷
আমার দেশে সম্পদ কেন লুটে খেলো
চাকরী ' শিক্ষাক্ষেত্রে কেন বৈষম্য আনলে
আমাদের সাংষ্কৃতি কেন হিন্দু আখ্যায়তি করলে ৷
আমাদের শান্ত প্রিয় মানুষের ওপর কেন গুলি ছারলে ৷
তোমরা কি মনে করো মোদের করবে অক্ষর ধোলাই
আমরা হবো না কখনো মগজ ধোলাই ৷
হঠাৎ কেন আমাদের  করল ঘাঁয়েল ৷
আমরা কি দেখতে চেয়েছি ছাত্র ঘাঁয়েল ৷
আমার দেশের সন্তানরা করেছে মুক্তিযুদ্ধ ৷
হাতে এনেছে অস্ত্রযোদ্ধা , বেচে নিয়েছে মরনযুদ্ধ  ৷