মিটি মিটি তারা দেখে তাড়া করো না ,
কুল ছাড়া মাঝি তুমি পাল পাবে না ৷
সূর্যের হাসি দেখে উৎ পেতো না
নগদানে সহজ প্রাপ্য বুঁজে পাবেনা ৷
দূর পাল্লার ঠাঁই ভেবে কাছে ভেবো না ,
আকাশের আনচানেতে আকাশ পাবেনা ৷
শিয়ালকে মুরগী সেধে ধরা খেয়ো না
লোভীর কাছে গিয়ে তুমি সুখ পাবে না !
ঝড়ে যাওয়া ফুলকে তুমি সতেজ মনে করো না ,
খসে যাওয়া ফুল তো তোমায় ঘ্রাণ দিবে না ৷
বিবেকের দোহাই দিয়ে চোরকে ছেড়ে দিয়ো না
চুরির কবল থেকে সমাজ রক্ষা পাবে না ৷
মৃত্যু মানুষকে মন চাইলে জাগানো যাবে না !
দুষ্কর অতীত কেটে যাবে পুনরায় সামনে আসে না ৷