একদা এক ছিলো নিন্দুক ,
ছিলো  তার মনে সহস্র সয়তানির বানী ৷
বিড়ালের মত ঘুরে বেড়াতো মহাল্লায়  মহাল্লায় ৷
কাটার মতো খুজে নিতো মানবের সুর ৷
সুর  টানিয়া লয়তো  এ ঘর -ও ঘর ৷
  এ ঘর -ও ঘর  লাগিয়ে দিতো ঝগড়ার  টল ৷
শান্তিতে পড়লো চড়ম বাজ !
এ পরিবার -ও পরিবার করল সর্বনাস ৷
দু,পক্ষ দাড়ালো বিচারের স্বরে ৷
মিলে যেতে হলো তাদের ,
নিন্দুক কহিলো ধরে ,
প্রতিশোধ না নিয়ে ,
কেন যাবে ঘরে !
বুজ তার মানিল মনে ,
ধরিল অস্ত্র,করল খুন ৷
সমাজ নাহি চায় তারে,
করিল মামলা , পালালো খুনি ৷
নিন্দুক ইতর হাসিলো নির্জনে ৷
নিন্দুক এক ভয়ংকার রুপ !
কেড়ে নেয় শান্তি ,
ধরিয়ে দেয় তীব্র অশান্তি ৷
ধীরে ধীরে সংকটে ,রোষানালে পরে !
পরিবার , সমাজ ও দেশ ৷