নিস্তব্দ জন পথে ,
ছিন্নভিন্ন খুঁটি নঢ়ে ৷
ভিন্ন এক অভস্বরে ,
ক্ষীভ্র তীব্র অহিন  জলে ৷


ফিরে শূর্নতাকে ঘিরে ,
ধরনীর পানে চেয়ে মরে ৷
নির্বিকারে  ময়দানে  ,
ঘুমায় খোলা আকাশের নীচে ৷


বস্ত্রহীন !
তবে ছেড়া জামা তার পরিধান ৷
ফ্যাকাশে শরীল ,আঠালো চুল  ৷
অনাদার মুখে ছাপ  পরে আছে ৷


আহারে চৌচির ,
ক্ষুধা পানে চাইয়া মরে ,,
ওরে ধনীর দুলাল !
চেয়ে দেখ !
ওরা পথ শিশু !
ক্ষুধার তাড়নায় ,
উঠাইয়া লয় ডাস্টবিনের খাবার ৷
ফিরে দিক নাই কিনারা ৷
যেদিকে মন চায় ছুটিয়া ৷
ক্লীস্ট ,ক্লান্ত জৈবিকে ,
অভিসংবাদি সেই ভাস্বরে ,
কে  ধরবে তাদের হাত !


ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয়