যে দেয় মোরে প্রেম কলংক
সে জানে না প্রেম অলংক ৷
মিছে মিছে দোষ দেয় মোরে
আমার প্রেম কেউ বুজোনারে ৷
নীলিমার পথের ছোয়া নীলয় দেখে উল্টাটা,
শুধু শুধু মিত্র করে লঙ্গন করে আমার ইচ্ছাটা ৷
যে দেয় মোরে প্রেম কলংক
সে জানে প্রেম অলংক ৷
প্রেম অলংকার জানে নারে জানেনা
মন অলংক জানে নারে জানেনা !
প্রেম অলংক পাখির খাঁচা
আটকে দিলে যায়না বাঁচা
সঙ্গীনিরে সঙ্গে করে যাওয়া যায় অনেক দূরে
বেহুলার বাঁশির সুরে থাকবে বাতাস তোমায় চিরে ৷


যে দেয় মোরে দেয় প্রেম অপবাদ
সে মোরে দেয় অমূল্য বাদ ৷
তাতে কি যায় আসে যায় আমার
প্রেম ছাড়া যে মিটেনা কারবার ৷
প্রেম করেছে জাগরবাদী তাই তো প্রেম ভালবাসি
কূল কিনারা না পাইয়া হিংসা করলো প্রতিবেশি ৷
যত ছড়াক বিদ্বেষ মূল
ততই থাকি প্রেমে আকুল ৷
আমি কি ডড়াই নাকি প্রেম দুনিয়া
প্রেম ছাড়া বাঁচে না মোর উজান তলিয়ায় ,,, ৷