দেখতে চাই যারে, নিকটে তারে আজ না আর পাইরে।
গিয়েছে হারিয়ে, বাঁধন ছাড়িয়ে, দৃষ্টিসীমার বাইরে।
সহস্রাধিক ভুলের ভিড়ে,আমি আজও ফিরি একা ঘুরে।
কত আয়োজন এখনো তোমায় ঘিরে,
দেখোনি তুমি কখনো আর পিছন ফিরে।
কী করে আর তোমার প্রয়োজন হই?
আমি যে আর সেই প্রিয়জন নই।
তবুও যতই থাকুক আজ সীমারেখা
একবারের মত চাই শুধু শেষ দেখা।
তাতেও, যেন মনে ভয় জড়িয়ে আসে
যদি তুমি ঘৃণায় মুখ ফেরাও অন্য পাশে।