সময়ের ব্যবধান আমার চোখে জল দিয়েছে।
বিদায়ের তরঙ্গে বিচ্ছিন্নতার জোয়াড়ের মত।
তবে তার চোখে কোন আবেগ দেখা যায়নি
       ছিল শান্ত ঢেউহীন নদীর মত।
           ভালোবাসা ডুবে গেছে
        ডুবে গেছে কালো সাগরে।
       রয়ে গেছে কালের ক্ষুদ্র দাগ
        রয়ে গেছে হৃদয়ের গভীরে।
         নিয়ে নীদ্রাহীন কিছু রাত
          আর স্বপ্নহীন কিছু দিন।
           ঘোলাটে কত চিন্তায়
          আমি ভেসেছি লক্ষ্যহীন।
          এই ভাগ্য যেন আমার
          অবাধে উড়ার পক্ষে নয়।
          জড়ো করে রাখা কিছু স্বপ্ন
           শেষে দুঃস্বপ্ন মনে হয়।