আমার ভেতরে আমি তার চেয়ে দামি
জলের নূপুর পায়ে মেঘবালিকা তুমি
বৃষ্টিতে স্নান করে চন্দ্রমল্লিকা হও


পূর্ণিমারাতের আকাশ হতে ঝরে পড়ে তারা
ঝরণার শরীর বেয়ে নামে বেদনার ধারা
তবুও সুখ খুজি আতপক্লান্ত শরীরে


হৃৎপিণ্ডের অসীম অস্থিরতা
নির্বাক চেয়ে থাকা তোমার মালঞ্চ ফুলে।