বিবেক মরে গেছে
আক্কেল দাঁত ওঠার সংবাদ অনেক দিন পাই না।
চোয়াল ফুলেছে, দাঁতে ভীষণ যন্ত্রণা
এমন মানুষ আজকাল খুব একটা চোখে পড়ে না,
এ সবই আধুনিকতার ছোঁয়া।
মানুষ পা রাখতে শুরু করেছে ভিন্ন গ্রহে
হৃদয়ের রক্তমাংসের রূপ রস গন্ধেও এসেছে পরিবর্তন।
অনুভূতি ভোঁতা হয়েছে
অবক্ষয়ে ক্ষয়ে গেছে জাগ্রত মনুষ্যত্ব
ভালবাসার নামে চলছে কার্তিকের কুকরামি,
চারিদিকে হাহাকার, অন্যায়-অবিচার
ক্রমাগত মিথ্যের মহলে গড়ছে বহুতল ভবন
শোষকের হাতে উঠছে প্রতিদিনই বঞ্চনার চাবুক।
বিবর্তনের দাস পৃথিবীও আজ নিদ্রারত।