বিন্দু বিন্দু জল জমছে মগজে
ফাঁকা জায়গা গুলো ব্লক হচ্ছে
রামধনুরা রঙ নিঃসরণ করছে ময়ূরের পাখায় ,
নৈশ্য দেবতা ঘুম কেড়ে নিচ্ছে
শিকারীর ফাঁদে পা দিয়ে কাঁদছে
সময়ের ভাঙা মন ।
দ্বিখণ্ডিত স্বত্ত্বা পদ্ম পাতায় টলমল করছে ।
আর কবি মন মিথ্যার উপাসক হয়ে
বৃত্ত ভাঙার দায় নিয়ে সীমানা পাড়ে ।
হায়রে জীবন .........
রক্ত মাংস ,পঁচা রক্ত ।
  
28/01/2016
kmrahat81@gmail.com