মাঠভরা সোনালি ধানের প্রতিটি কণার মত
বণর্মালার প্রতিটি অক্ষর সমৃদ্ধ।
পরম মমতায় আজীবনের সাথি করে রেখেছি তাই
অ ক ট ত  বাংলা।
ছাপান্ন হাজার বগর্মাইলের সীমানা পেরিয়ে
বাংলার মানচিত্র এখন অনেক বড়,
শুধু ঝাঁজালো মিছিলে এখনও ঠা ঠা গুলির শব্দ।
রুপোর থালায় সোনালি স্বর্ণখন্ড,
অভিধানে কান পেতে শুনি অস্থিরতা
ছোপ ছোপ রক্তের উপর শাঁইশাঁই চাবুকের আঘাত।
শিমুল ফুলের পাপঁড়ি পদদলিত হয়
শহীদ মিনারে উন্মাত্ত্ব  উন্মাদনায়।
বুনোহাঁস দমবন্ধ করে উচ্চারণে,
সাইনবোর্ডের বাংরেজি শব্দে
বস্তির বোবা ছেলেটাও অস্পষ্ট বুলি আওড়ায়।
ঝাঁজালো মিছিলে এখনও ঠা ঠা গুলির শব্দ
কলঙ্কিত হয় শহীদ মিনার।