একদিন অনামিকার রূপ যৌবনে মত্ত ছিলে
কল্পনার সেতু পার হয়ে পা রেখেছিলে রঙ্গশালায়
ন্যায় অন্যায়ের বিভেদ ভুলে কর্ম করেছো যা খুশি
শিখরে পা রাখতে ক্ষমতার সবটুকু করেছো ব্যবহার
ভোগের মাধ্যমে তৈরী করেছো ঠাটের বহর।


এখন তোমার চুল -বাল সব সাদা
উপলদ্ধির ঘাস ফডিং দলবেঁধে নাচছে অবিরাম
হেলে পড়া সূর্যের আবছা আলোয় ম্লান বিউটিপার্লার,
চামড়া ঢিলা হয়েছে, স্টেশন ফাকা
ইষ্টনাম আর নামাজ - নামাজ করে মুখে তুলছো ফেনা
সঙ্গোপনে হাওয়াভর্তি বেলুনে হুক্কাহুয়া শেয়াল ডাক


গণপতি ধনেশ্বর,
কুর্নিশ কর,তোমার ভেতরেই আছে
আল্লাহ কিম্বা ঈশ্বর।