কোথায় লুকাবো!
বিছানা বালিশ ছেড়ে কুয়াশা ঘেরা শালবনে
মশারি ছেড়ে ঝাউয়ের শাখায়, নাকি অশথের ডালে,
পালে পালে ছুটে চলা হরিণের দলে মিশে যাব,
অথবা
সুপারি বিক্রেতার কুড়ি কুড়ি করে গুনে রাখা
সুপারির ডালায়! কোথায়?
ঐ তো দিগন্তরেখায় আবছা আঁধার,মস্ত কালো
শাঁই শাঁই বাতাসে দুলছে শাখা,
প্রকম্পিত জীবনের অসীম মায়া।


মাতাল বেলুনটা হাওয়া ছেড়ে তারা হবে,
পালাবার পথ কোথায়?
পারস্য গালিচা পেতে রামধনুরা ডাকে
আকাশ মাটি হবে কিম্বা আয়ুহীন মাটি আকাশ।
একই কক্ষপথে লুকোচুরি খেলা।