অদিতি, তুমি শতাব্দীর কোলে জন্ম নেয়া
আর এক শতাব্দী।
তাই তো আমি বিলীন হতে চাই
তোমার  মাঝে।
তোমার হাসি মুখ দেখতে-
জোনাকির দেহ হতে খসে পড়া জোসনা হবো
ছাঁদের এক কোণে কমলা রোদ হবো
সবুজ চরাচরে বলগা হরিণ,খরগোস, কাকাতুয়া
অথবা,
কাচের জানালায় রামধনু রঙ হবো।
শুধু আমায় দেখলে -
পেঁচার মতো মুখ করে থেকো না।