অদিতি, হয়তো সুন্দরের স্বপ্নে বিভোর তুমি
অমন শুভ্র ক্যানভাসে
এমন অদ্ভুত অন্ধকার-
তোমাকে কুয়াশাচ্ছন্ন আগামীর পথ দেখায়।
হয়তো অসম্ভব সতর্কতায়
সীমানা প্রাচীর টেনে রেখেছো,
সযত্নে আড়াল করে রেখেছো
পাজরের খুপড়ি ঘরে-
তোমার ভালবাসা নামক মাংসপিণ্ড।
জেনে রেখো অদিতি,
আজ অথবা কাল
তোমার স্বাদের তরকারীতে আমি লবন হবো।