অদিতি, তুমি বড্ড অবুঝ
যখন ব্যস্ত শহর ঘুমায়
তখনও আমি তোমার নাম জপি।
ঠোঁটের কোনায়
এক চিলতে হাসি নিয়ে
তোমার প্রতিক্ষায় থাকি।
তবও তুমি বুঝনা
বুদ্ধু কোথাকার।
তুমি কেমন অবলীলায়
পারমানবিক বোমার চেয়ে
শক্তিশালী বোমার আঘাত করো।
কেমন করে বল,আমি তোমাকে ঘৃণা করি!