চোখের পাতায় পৃথিবীর রং পাল্টায়
পাল্টায় জীবনের গতি,
কামনার ছায়াছবিতে স্মৃতির বৃষ্টি
লিখে যায় কালো অক্ষরে-নাম রাখি কবিতা।
দাঁড়কাক ভিজে হয় জবুথুবু -প্রস্তর যুগের খিলান দরজায়
আকাশ ফুটো হয় ঢাকার রাজপথে
ঢাকঢাক গুড়গুড় বাজনদলের সাতপট্টি সজ্জায়।
নাগরিক সুখ ডুব দেয় ড্রেনের পানিতে
পাড়ার ডানপিটে ঢুকে পড়ে বেশ্যালয়ের গলিতে
লিখে যায় কালো অক্ষরে-নাম রাখি আধুনিক।