তবুও রাত জাগি
স্বপ্নচারী হব বলে, স্বপ্ন দেখার ভয়ে,
ঘড়ির কাঁটার আওয়াজ শুনি
প্রতি রাতের প্রহর গুনি
মনের কোণে স্বপ্ন বুনি,
সময়ের কাছ থেকে জোসনা চেয়ে নেব বলে।


তবুও রাত জাগি
জীবনের গান গেয়ে গেয়ে,
বসন্ত পালক উড়ে
সময়ের চাকায় চড়ে
খরস্রোতা জলের তোড়ে,
মরণ যেখানে বাসা বেঁধেছে,একটু সময় নেব বলে।


তবুও রাত জাগি
ভোরের আলোয় শিশিরে পা ভেজাবো বলে
চেতনার উল্টো পিঠে একটু হাসি দেখবো বলে।