যুদ্ধে যাবো বলে এই হাত বাড়ালাম
এসো আওয়াজ তুলি-
মরবো বলে এসেছি,
বাঁচার জন্য এ লড়াই।
হৃদয়ে জমিয়ে রেখেছি বহু ধর্মের ন্যাকামি
এবার পাঁজরভাঙার পালা।
মৃত্যকে আলিঙ্গন করে, নিবো বাঁচার সাঁধ
সূর্যের অপেক্ষা করে লাভ নেই
আলোর পিপাসা মেটাতে মশাল ধরো।
দেবতারা রুটির দোকানে থাকে না
থাকে মদের পেয়ালায়,
জগদিশ্বর রাজপ্রসাদে থাকে
রোহিঙ্গা পল্লিতে আসে না।
তাই এসো,
তোমাকেই রুখতে হবে
অথবা আমাকে
বুক টান করে রুখি।