চৈতন্যঘোর! গল্পের শেষে যন্ত্রজীবনের খেলা


টের পাইনি, কখন পশ্চিমে ডুবেছে বেলা,


ঘুমিয়েছিলে ছলনাময়ীয় কোলে,বাংলাবন্দর ছেড়ে


হালকা বাতাসে উড়ে,বিদায় বলেছো হাত নেড়ে।


|


তারপর!  চারিদিকে কষা মাংসের ঘ্রাণ


আমি দেখেছি, দেহ ছেড়ে পালিয়েছে প্রাণ,


লাশের মিছিলে লাশ খুঁজি ধ্বংসস্তূপে ছাই


একাকী মনের গহীনে কষ্ট জমিছে তাই।