যে শহরে কবি নেই সে শহর আর শহর নেই
সে শহরে সবুজ ঘাস নেই, পাখি নেই,রক্ত নহর।
সে শহরের গোলাপেরা বেদনায় কাঁদে একা
সে শহরে ঝর্ণায় এসিড নামে, বুলেট বোমা, দুঃখের সায়র।
সে শহরের রমনীরা ডাইনী বুড়িদের হিংসা করে
সে শহরে আকাশে বারুদ, বিষাদ মেঘ. অবেলা প্রহর।
সে শহরে আদ সামূদ জাতীর পৈচাশিক হাসি
সে শহরে মূসা আসেনা, ইশা থাকেনা, অন্ধ খিজির।
সে শহরে ঘাস ফড়িং মত কিশোরীরা হাসেনা
সে শহরে মা নেই, বাবা নেই, মানবতার কবর।
সে শহরে সোলেমান নবীর সাথে বিলকিসের দেখা হয়না
সে শহর ফেরাউন আর নেতানিহুর, নেইতো খবর।
সে শহরে এখন প্রাগতৈহাসিক ডাইনোসের আবাস
সে শহরে সভ্যতা নেই, ভব্যতা নেই, সব মৎস্যন্যের।
সে শহরে এখন অসভ্য বুদ্ধিমানদের বসবাস
সে শহর পুরো বিশ্বকে গিলে খেয়েছে, বাকি পৃথিবীর নির্বোধ
বলদেরা কবিতা ছেড়ে মিনমিনে গলায়
এখন ফিলীস্থীনের কথা বলে
পাছে অসভ্যরা ক্ষেপে উঠে!