লজ্জারা ইদানিং লজ্জা ভুলে নির্লজ্জ হয়ে গেছে
ওরা রোমান্টিকতায় বুঁদ হয়ে আর লজ্জা পেতে চায়না
কি লাভ লজ্জায় লাল হয়ে চোখ বুজে গাল টোলে
যতসব মেয়েলী কারবার!
লজ্জায় লতানো লতার মত হয়ে
এই স্বার্থের দ্বন্দ্বের পৃথিবীতে কে পেরেছে
অপরের অধিকারের পিঠে পেরেক ঠুকে
নিজের আকাঙ্খা চরিতার্থ করতে?
পৃথিবীর ইতিহাস যুগে যুগে নির্লজ্জের ইতিহাস
লজ্জারা কিতাবের পাতায় তত্ত্বের খেলা করে
নির্লজ্জ সিংহাসন দখল করে, প্রজারূপি লজ্জাকে দেখে
রাজকীয় ভ্রুকুটিতে অবজ্ঞার হাসি হাসে।
তাই লজ্জারা ইদানিং জোট করেছে
পৃথিবীর তাবৎ শব্দকোষ হতে লজ্জা নামক শব্দগুলো বদলে দিয়ে
সবাই নির্লজ্জে পরিবর্তীত হয়ে
সময়ের স্রোতধারায় মিশে যাবে!