আমি শুধু কবি হতে আসিনি
এই ঘুনে ধরা সমাজে এই পচে যাওয়া সময়ে
এই নষ্ট দ্বি প্রহরে, এই অবেলার অবয়বে।
যেখানে রক্তের হোলি খেলায় পিচাশের উল্লাস
যেথায় প্রেমের ছদ্মবেশে প্রতারকের উচ্ছ্বাস।
সেথায় আমি শুধু কবি হতে আসিনি।
এই গলিত রাজনীতির মঞ্চে, এই দারিদ্র্যের দুষ্ট চক্রে
এই অপবাদ চাপানোর খোলা মাঠে, এই গালি গালাজের
সংস্কৃতিতে
যেথায় কবিতার নাম নিয়ে কবিদের অভিনয়
যেথায় সন্ন্যাসীর আড়ালে ভন্ডরা কথা কয়
সেথায় আমি শুধু কবি হতে আসিনি।
আমিতো এসেছি কর্মী হয়ে
প্রাচীন মিশরের পিরামিড ঘুরে ঘুরে
দজলা ফোরাতের তীর হতে, হাজারো সভ্যতা পার হয়ে
তাজমহল গড়ার কর্মীদের স্রোতে মিশে মিশে
হাতুরি শাবল খন্তা লাঙলের ফলা বয়ে।
আমি শুধু কবি হতে আসিনি এ ভ্রষ্ট সময়ে।
যে নারীর কান্নায় বাতাস থেমে গেছে
যে শিশুর বেদনায় গোলাপেরা ঝরে গেছে
যে জনপদের গলিগুলো তস্করে ভরে গেছে
যে মাটির ফসলে নেমে গেছে কাক চিলে
সেখানে আমি শুধু কবি হতে আসিনি।
সেখানে আমার এক হাতে গোলাপ আর হাতে নিষিদ্ধ রাইফেল
আমি চলেছি অসহায় মানুষের দ্বারে দ্বারে
ফুটিয়ে তোলব তাদের কথা কবিতার ভাজে ভাজে
তারপর গোলাপ দিয়ে তাদের গলায় পরাব মনিহার
নষ্ট কীটের গায়ে নিষিদ্ধ রাইফেল গর্জাবে বার বার!