আকাশে আলোর আদিম আদিঘর
বাতাস বলেছে বহিবে বাতায়ন
কানে কানে কহিছে কালো কোকিল
তাহাই তানে তানে তালের তালিয়া
মিলিব মোরা মনের মুকুরে
জীবনের যাত্রায় জ্বলুক জ্বলিয়া।
সখি সখে সখে সুখের শুকতারা
চাইলে চাওয়াটুকুও চলেনাতো চুল
ভুলের ভুলে ভরা ভাদরের ভুল!
মেঘে মেঘে মনের মানুষ মেলেনা
স্বার্থপর স্বার্থের সোনালী শালিক
আকাশে আসেনা আশার আলোতে।