নন্দিনী
আজ তোমাকে খুব মনে পড়ছে
বিষন্নতায় ভরা এই জীবনে,
তুমি পাশে নেই বলে শূন্যতা চািরপাশে।


নন্দিনী
মনে আছে তোমার, কোন এক চৈত্রের দুপুরে
হাতে হাত রেখে পথ চলছি দু'জনে,
গাঁয়ের আঁকা বাঁকা মেঠোপথ ছোট বড় গাছগাছালি,
তারই মাঝ দিেয় খড়তাপা সূর্যের হাতছানি।
চারপাশ নিস্তব্ধ, দূর থেকে ভেসে আসা রাখালের বাঁশির সুর,
দু'পা সামনে গিয়ে আমায় বুকে জরিয়ে বলেছিলে- ভালবাসি ভালবাসি ভালবাসি তোমায়,
বাঁচবো না আমি তোমাকে ছাড়া কাঁটবে না রাত্রি সন্ধ্যা দুপুর।


নন্দিনী
সেই সব আজ ধূসর স্মৃতি ফেলে আসা দিন,
তোমায় হয়তো ভুলতে পারবো না আমি কোনো দিন।


নন্দিনী
আজ তুমি আমার নও অন্য ঘরের ঘরনী,
বলতে পারো কেমনে কাঁটবে আমার দিন-রজনী।
কি দোষ ছিলো আমার বললে না একটি বার,
ছন্নছাড়া জীবন আমার তোমারি বিহনে করছি পার।


রাত ০২:১৫ সৌ
২০/০৯/২০১৪ ইং