রাত পোহালেই পূব আকাশে উঠবে নতুন রবি,
আনন্দেতে ভুলে যাবো দুঃখ গ্লানি সবি।
মা বলবেন, এই খোকা তাড়াতাড়ি উঠ;
বোনটি আমার টেনে দিলো রাঙ্গা দুটো ঠোঁট।
গোসল করে ওযু সেরে ফিরছি আমি ঘরে;
বাবা বললেন, জলদি করে পাঞ্জাবীটা নে পড়ে।
ভাইটি আমার দৌঁড়ে এসে বলল, চল রে চল;
ঈদের নামায পড়তে হবে ঈদগাহে মানুষের ঢল।
নামায শেষে সবার সাথে করে কোলাকুলি,
মায়ের হাতের সেমাই পায়েস কেমন করে ভুলি?
মা-বাবাকে ছালাম করে ছালামি যাই পেয়ে,
বন্ধু বান্ধব অপেক্ষাতে আমার পানে চেয়ে।
এ ঘর থেকে ও ঘর বাড়ি বাড়ি ঘুরে,
দিনটি আমার কাঁটছে আনন্দ হৈ-হুল্লরে।


রাতঃ ১২:৩০ সৌ
০৫/১০/২০১৪ ইং